বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পদক অর্জন

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে 'স্বাধীনতা পুরস্কার ২০২২' প্রদান করে সরকার।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

স্বাধীনতা পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘শতভাগ বিদ্যুতায়ন একটি বিরাট ঘটনা। এককভাবে এ কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দূরদর্শী সিদ্ধান্ত, সাহসিকতা ও রাজনৈতিক নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। তাঁর নেতৃত্বে এই মন্ত্রণালয় এবং এর অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা দলগতভাবে কাজ করছেন।’

২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ বিভাগ তা বাস্তবায়ন করেছে। ২০২২ সালের ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন। শতভাগ বিদ্যুতায়নের জন্য সব মিলে বিচ্ছিন্ন চর ও দ্বীপের ১ হাজার ১৪৬টি গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ–সংযোগ।