Share this

ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্য

নবায়যোগ্য জ্বালানি নীতিমালায় ঘোষিত লক্ষমাত্রা অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। স্রেডা নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, তদারকিকরণ, বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সাধন, সরকারী-বেসরকারী বিনিয়োগ উৎসাহিতকরণ ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। SREPGen প্রকল্পের সহায়তায় National Solar Energy Roadmap, 2021-2041 প্রণয়ন করা হয়েছে, যা চুড়ান্তকরণের অপেক্ষায় রয়েছে।

 

এছাড়াও স্রেডা যে সকল কার্যক্রম গ্রহন করছে –

 

1.নবায়যোগ্য জ্বালানি নীতিমালা, ২০০৮ হালনাগাদকরনের উদ্যোগ গ্রহণ

2.শিল্প প্রতিষ্ঠানসমূহে বানিজ্যিক ভিত্তিতে সোলার রুফটপ সিস্টেম স্থাপন উদ্বুদ্ধকরণ

3.সোলার রেডিয়েশন রিসোর্স এ্যাসেসমেন্ট ডাটা সংগ্রহ

4.নেট মিটারিং গ্রাহকদের জন্য পাওয়ার ফ্যাক্টর স্টাডি

5.দেশের উপকূলীয় অঞ্চলে অফসোর এবং অনসোর ভিত্তিক বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অপার সম্ভাবনা রয়েছে।স্রেডা’র উদ্যোগে আরো বেশ কিছু স্থানে তথ্য আহরণে প্রয়োজনীয় টাওয়ার স্থাপনের উদ্যোগ গ্রহণ

6.বায়োগ্যাস এবং বায়োমাস জ্বালানির উপর সমীক্ষা এবং জিআইএস ম্যাপিং

7.পৌরবর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন

8.ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র ( Floating solar PV) স্থাপনে উদ্যোগ গ্রহণ

9.বাসাবাড়িতে সোলার হিটিং এর সম্ভাব্যতা যাচাই