Share this

সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন-এর মৃত্যুতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শোক

২৫.১০.২০২৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক যোগাযোগ মন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আমরা একজন মেধাবী, প্রাজ্ঞ রাজনীতিবিধ-কে হারালাম। মাদারীপুর এলাকায় শিক্ষা বিস্তারে তিনি রেখেছেন নজীরবিহীন অবদান। সদা হাস্যোজ্জ্বল এই রাজনীতিবিদের মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

 

উল্লেখ্য, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন (৭২) বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

প্রতিমন্ত্রী শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

মীর মোহাম্মদ আসলাম উদ্দিন উপপ্রধান তথ্য অফিসার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ফোন-০১৭১৩-০০৩৮৪৪