Share this

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত

১২.০৩.২০২৪

“নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে “আন্তর্জাতিক নারী দিবস-২০২৪” উদযাপিত হয়। বাপবিবো WePOWER কমিটি কর্তৃক আয়োজিত একটি কর্মশালার মাধ্যমে ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহমেদ হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় বাপবিবো’র সদস্য (প্রশাসন) জনাব মো: হাসান মারুফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অজয় কুমার চক্রবর্ত্তী, চেয়ারম্যান, বাপবিবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুসরাত নোমান, যুগ্ম প্রধান, শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশন; ড. সিলিয়া শেহনাজ, অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; ড. আরমানা সাবিহা হক, সহকারী অধ্যাপক, দুর্ঘটনা গবেষণা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিশ্ব ব্যাংক কর্তৃক মনোনীত প্রতিনিধি ও USAID কর্তৃক মনোনীত প্রতিনিধি।

 


এছাড়াও কর্মশালায় বাপবিবোর্ডের সকল সদস্যগণ ছাড়াও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল নারী কর্মকর্তা/কর্মচারীগণ এবং জুমে অংশগ্রহণ করেছিলেন ৮০টি পবিসের সিনিয়র জিএম/ জিএম এবং আগত অতিথিগণ কর্মরত নারী কর্মকর্তা/কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যা নারী কর্মকর্তা/কর্মচারীদের স্ব-স্ব স্থানে নেতৃত্ব প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া, আগত অতিথি ও সহকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব অজয় কুমার চক্রবর্ত্তী, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তিনি তাঁর বক্তব্যে নারী কর্মকর্তা/কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি করতে এ ধরনের অনুষ্ঠান করার জন্য WePOWER কমিটিকে উৎসাহ প্রদান করেন। বক্তব্য শেষে তিনি আগত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন। মুন্সিগঞ্জ পবিসের আওতাধীন একজন দু:স্থ নারী গ্রাহক আতিয়া ইসলামকে সেলাই মেশিন প্রদান করেন, যেন তিনি নিজেকে স্বাবলম্বী করতে পারেন এবং অন্যদেরকে কাজ শিখিয়ে স্বাবলম্বী করার মাধ্যমে সমাজে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। সর্বশেষে সভাপতি ও প্রধান অতিথি আয়োজকবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।