Share this

বাংলাদেশের সকল উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষনকে অগ্রাধিকার দেয়া হয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২০/০৩/২০২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের সকল উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষনকে অগ্রাধিকার দেয়া হয়। টেকসই কৃষি ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি তাই লক্ষণীয়। ডিজেল থেকে সোলার সেচ পাম্প শুধু কার্বন নি:সরণই কমাবে না; একই সাথে ভূগর্ভস্থ জল সম্পদ সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে। 

 


প্রতিমন্ত্রী, আজ জার্মানীর বার্লিনে Berlin Energy Transition Dialogue 2024-এ “Dialogue Hub: Energy-Water-Food Nexus: Holistic Solutions for food and water supply Powered by Renewables” শীর্ষক প্যানেল  ডিসকাশনে এসব কথা বলেন। তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে ৪৫০০০ সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এর মাধ্যমে দেশের ১৩ লক্ষ কৃষক সুবিধা পাবে আশা করা যাচ্ছে। সেই সাথে ডিজেল ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়া কমে আসবে। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন প্রশমিত করতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও বিনিয়োগ বাড়াতে হবে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক যোগান ও অভিজ্ঞতার বিনিময় টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। জার্মানীসহ উন্নত দেশসমূহকে প্রযুক্তি হস্তান্তরে অগ্রণী ভূমিকা পালন করা উচিৎ।
এ সময় বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগ-২০২৪-এ অংশগ্রহণকারি দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।