Share this

ওজোপাডিকোতে প্রথম বৈদ্যুতিক গাড়ির (EV) চার্জিং স্টেশনের যাত্রা শুরু

২২.১২.২০২৩

এই চার্জিং স্টেশন থেকে ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক গাড়ি ৪০ থেকে ৪৫ মিনিটে পুরোপুরি চার্জ করা সম্ভব হবে। পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী হওয়ায় এই প্রযুক্তির মাধ্যম্যে একদিকে যেমন পরিবেশ দূষন থেকে বাচবে আমাদের দেশ অন্য দিকে কমে যাবে পরিবহন ব্যায়। ডিজেলে এক লিটারে গাড়ি চলে ১০ কিলোমিটার। প্রতি কিলোমিটার খরচ পড়ে ১৩ টাকা। কিন্তু বৈদ্যুতিক চার্জে গাড়ি প্রতি কিলোমিটার আড়াই টাকার থেকে দুই টাকা ৯০ পয়সায় খরচ পড়বে।

 

ওজোপাডিকোতে প্রথম বৈদ্যুতিক গাড়ির (EV) চার্জিং স্টেশনের যাত্রা শুরু

 

ওজোপাডিকোর সহায়তায় আজ শুক্রবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান এই ফাস্ট চার্জিং স্টেশন উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ওজোপাডিকো' র চেয়ারম্যান এস এম এনামুল কবির, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক (অপারেশন) মোহা: শামছুল আলম, বিভিন্ন প্রধান প্রকোশলী, প্রকল্প পরিচালক মতিউর রহমানসহ আরো অনেকে।

 

এ ব্যাপারে প্রকল্প পরিচালক মতিউর রহমান বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করে। আমাদেরও ক্রমান্বয়ে সেদিকে যেতে হবে। ইলেকট্রিক্যাল ভেহিক্যাল চার্জিং গাইড লাইন অনুমোদন হয়েছে।